স্পিকার ড শিরীন শারমিন পীরগঞ্জে যাচ্ছেন , জাতীয় সংসদের স্পিকার ও পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী কাল পীরগঞ্জে যাচ্ছেন। স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ স্বাক্ষরিত সফরসূচি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় জানান, ইতোমধ্যে স্পিকারের সফরসূচি বাস্তবায়নে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জে যাচ্ছেন কাল
শিরীন শারমিন চৌধুরী সকালে ঢাকা থেকে বিমান পথে সৈয়দপুর ও সড়কপথে নিজ নির্বাচনী এলাকায় পৌঁছাবেন। দুপুরে মদনখালি ইউনিয়নের কাদিরাবাদ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনের পর উপজেলা প্রশাসন আয়োজিত কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করবেন। এ সময় তিনি মদনখালি ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে ৫০টি বাইসাইকেল, ১১টি সেলাইমেশিন, ১০টি স্প্রে-মেশিন ও ১০টি হুইলচেয়ার

বিতরণ করবেন। বিকেলে জাফরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনের পর উপজেলা পরিষদ চত্বরে অদম্য অগ্রযাত্রার বাংলাদেশ টেরাকোটার উদ্বোধন, উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের মধ্যে স্বেচ্ছাধিন তহবিলের চেক বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিবেন। রাতেই সৈয়দপুর হয়ে বিমানপথে ঢাকা পৌঁছাবেন তিনি।

আরোও পড়ুনঃ
