জয়ের সদস্য পদ নবায়নের মধ্য দিয়ে রংপুর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ শুরু,প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রাথমিক সদস্য পদ নবায়নের মাধ্য দিয়ে রংপুর বিভাগে আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন ও সদস্য -সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সদস্য- সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।জয়ের- সদস্য পদ নবায়নের পর সদস্য পদ নবায়ন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জয়ের সদস্য পদ নবায়নের মধ্য দিয়ে রংপুর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ শুরু
এরপর সদস্য পদ নবায়ন করেন সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, কোষাধ্যক্ষ এ এইচ এম আশিকুর রহমান, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, দলের সাংগঠনিক

সম্পাদক সুজিত রায় নন্দী, উপ দফতর সম্পাদক সায়েম খান ও হোসনে আরা লুৎপা ডালিয়া।ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিদেশ যাওয়ার সময়ও দলের সদস্য -সংগ্রহের ওপর জোর দিয়েছেন। বৃহত্তর রংপুর আজ সেটাই শুরু করেছে।

আরও পড়ুন:

৪ thoughts on “জয়ের সদস্য পদ নবায়নের মধ্য দিয়ে রংপুর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ শুরু”