রংপুর জেলার শিল্প প্রতিষ্ঠান

আমাদের আজকের আলোচনার বিষয় রংপুর জেলার শিল্প প্রতিষ্ঠান।

রংপুর জেলার শিল্প প্রতিষ্ঠান:-

বৃহৎ শিল্পঃ-

শ্যামপুর সুগার মিল——-চিনি শিল্প——-১টি (সরকারী)

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন, বদরগঞ্জ, রংপুর।

 

রংপুর জেলার শিল্প প্রতিষ্ঠান
কারমাইকেল কলেজ – রংপুর জেলা

 

মাঝারী শিল্পঃ-

খাদ্য জাত—————————————২২টি

(সয়াবিন, আলু সংরক্ষণ ও অটো রাইচ মিল)

বনজ ও সহায়ক শিল্প (পার্টিকেল বোর্ড)———০২টি

প্রকৌশল শিল্পঃ——————————–০৭টি

(ঢালাই কারখানা ও এ্যালুমিনিয়াম তৈজষপত্র)

বিবিধ——————————————০২টি

(সিগারেট তৈরী কারখানা)

মোট= ৩৩টি

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ক্ষুদ্র শিল্পঃ-

খাদ্য ও সহায়ক শিল্প—————————১,৬২৫টি

বস্ত্র ও সহায়ক শিল্প—————————-২০টি

পাট ও সহায়ক শিল্প—————————০৩টি

বনজ ও সহায়ক শিল্প————————-২৯১টি

ছাপাখানা ও প্রকাশনী————————-৯৬টি

চামড়া ও রাবার শিল্প————————–০২টি

রসায়ন ও ফার্মাসিউটিক্যালস—————–২৮টি

প্রকৌশল শিল্প——————————-৩৫৭টি

বিবিধ—————————————১৪২টি

মোট= ২৫৬৪টি

 

রংপুর জেলার শিল্প প্রতিষ্ঠান
ইটাকুমারী জমিদার বাড়ি – রংপুর জেলা

 

আরও পড়ুনঃ

Leave a Comment