Site icon রংপুর জিলাইভ | truth alone triumphs

রংপুর জেলার উপজেলা

রংপুর জেলার উপজেলা

আমাদের আজকের আলোচনার বিষয় রংপুর জেলার উপজেলা।

রংপুর জেলার উপজেলা:-

রংপুর জেলায় ৮টি উপজেলা রয়েছে। এগুলো হল:

কাউনিয়া

কাউনিয়া বাংলাদেশের রংপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি তিস্তা নদীর তীরে অবস্থিত। এখানে রেলওয়ে জংশন রয়েছে। কাউনিয়া ২৫.৭৭০৮ ডিগ্রি উত্তর এবং ৮৯.৪১৬৭ পূর্ব অক্ষাংশে অবস্থিত। রংপুর জেলায় অবস্থিত কাউনিয়া উপজেলার আয়তন ১৪৭.৬ বর্গ কিলোমিটার। এর উত্তরে লালমনিরহাট সদর উপজেলা ও গংগাচড়া উপজেলা, দক্ষিণে পীরগাছা উপজেলা, পুর্বে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা এবং পশ্চিমে রংপুর সদর উপজেলা। এটি তিস্তা নদীর তীরে অবস্থিত। বর্তমানে কাউনিয়া উপজেলার বেশ কিছু অংশ তিস্তা নদীতে মিশে গেছে।

 

তাজহাট রাজবাড়ী – রংপুর জেলা

 

গংগাচড়া

গংগাচড়া উপজেলা বাংলাদেশের রংপুর জেলার একটি প্রশাসনিক এলাকা। গংগাচড়ার ইতিহাস রঙ্গপুরের ইতিহাসের সাথে সম্পৃক্ত। প্রাচীন কাল থেকে ১৯১০ সাল পর্যন্ত গংগাচড়া রঙ্গপুরের একটি ক্ষুদ্র অঞ্চল হিসেবে ছিল। এই সময়ে গংগাচড়া ছিল কখনও প্রাগজ্যোতিষপুর বা কামরূপ রাজ্যের অংশ, কখনও কোচবিহার রাজ্যের অংশ, কখনও মোঘলদের তৈরী চাকলা ঘোড়াঘাটের অংশ, কখনও রংপুর জেলা কালেক্টরেটের মাহিগঞ্জ -ধাপ -রংপুর সদর থানার অংশ।

১৭৯৩ খ্রিষ্টাব্দে ১২নং রেগুলেশন অনুযায়ী রংপুর জেলায় ২১টি থানা তৈরী করা হয়। এতে দেখা যায়, গংগাচড়ার কিছু অংশ কোতয়ালী মাহিগঞ্জ বা রংপুর থানার অধীন এবং কিছু অংশ মর্তুজাগঞ্জ বা ধাপ থানার অধীন ছিল। বুকাননের বর্ণনা অনুযায়ী ১৮১৬ সালে রংপুর জেলায় ২৪টি থানার সংখ্যা পাওয়া যায়। সেখানে গংগাচড়া ধাপ থানার অধীনে ছিল। এ থানার আয়তন ছিল ৩৪৪ বর্গমাইল।

 ১৮৭২-৭৩ খ্রিষ্টাব্দে রংপুর জেলা সংকুচিত হয়ে ১৬টি থানা নিয়ে গঠিত হয়। এ সময়ে গংগাচড়া মাহিগঞ্জ বা কোতয়ালী থানার অধীনে ছিল; যার আয়তন ছিল ১৭৪ বর্গমাইল। ১৮২৯ খ্রিষ্টাব্দে ইউলিয়াম বেন্টিঙ্ক (১৮২৮-৩৫খ্রি.) জেলাসমূহ ভেঙ্গে মহকুমার সৃষ্টি করলে গংগাচড়া রংপুর সদর মহকুমার সদর থানার অধীন ছিল।

ব্রিটিশ আমলে (১৭৫৭-১৯৪৭খ্রি.) অত্রাঞ্চলের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মহিপুর জমিদার বাড়িতে ক্যাম্প করে বরকন্দাজ, পুলিশ, চৌকিদার, গোলবন্দি, জিঞ্জিরাবন্দি বাহিনীর মাধ্যমে গংগাচড়া শাসন করত। কালের গহ্বরে পুলিশ ও চৌকিদার ব্যতীত সবগুলো এখন ইতিহাসের পাতায় নামসর্বস্ব মাত্র। এই সময়ে গংগাচড়ার আইন শৃংখলা রক্ষার জন্য মন্থনার হাট ও মহিপুরের জমিদার বাড়িতে পুলিশ সাব স্টেশন ছিল।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তারাগঞ্জ

তারাগঞ্জ বাংলাদেশের রংপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। উত্তরে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা, দক্ষিণে বদরগঞ্জ উপজেলা, পূর্বে গংগাচড়া উপজেলা ও রংপুর সদর উপজেলা, পশ্চিমে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা।

পীরগঞ্জ

পীরগঞ্জ উপজেলা বাংলাদেশের রংপুর জেলার একটি উপজেলা (তৃতীয় স্তরের প্রশাসনিক ইউনিট)। প্রশাসনিকভাবে এটি রংপুর বিভাগের রংপুর জেলার অন্তর্গত। এ উপজেলার প্রশাসনিক সদরদপ্তর বা রাজধানীর নাম পীরগঞ্জ। পলাশবাড়ী, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলা, সাদুল্লাপুর ও মিঠাপুকুর উপজেলার সাথে এ উপজেলার সীমানা রয়েছে। পীরগঞ্জ উপজেলার আয়তন ৪০৯.৩৭ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৩,৮৫,৪৯৯ জন। পীরগঞ্জ উপজেলাকে বিল উপজেলা বলা হয়।

প্রাচীনকালে পীরগঞ্জ উপজেলা কামরুপ রাজ্যের অংশ ছিল। কামরুপের নরক রাজার রাজত্বকালে পীরগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীর পর্যন্ত তার রাজত্ব বিস্তৃত ছিল। মিঠাপুকুর উপজেলার পাটকাপাড়া ও উদয়পুর পূর্বে পীরগঞ্জের বাগদুয়ার পরগণার অধীন ছিল। মধ্যযুগে পীরগঞ্জ কামতা রাজাদের অধীনে ছিল। রাজা নীলাম্বর পীরগঞ্জের চতরাহাটের পশ্চিম পার্শ্বে একটি দুর্গ নির্মাণ করেছিলেন, যা নীল দরিয়ার দুর্গ নামে পরিচিত ছিল এবং এখনও এর ধ্বংসাবশেষ রয়েছে।

পীরগাছা

পীরগাছা বাংলাদেশের রংপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। রংপুর মহানগরের পূর্বে অবস্থিত পীরগাছা উপজেলা। পীরগাছার উত্তরে কাউনিয়া ও রাজারহাট উপজেলা, পূর্বে তিস্তা নদী ও রাজারহাট উলিপুর উপজেলা, দক্ষিণে- মিঠাপুকুর উপজেলা – ও সুন্দরগঞ্জ উপজেলা, পশ্চিমে রংপুর সদর ও মিঠাপুকুর উপজেলা।

 

পায়রাবন্দ – রংপুর জেলা

 

বদরগঞ্জ

বদরগঞ্জ উপজেলা বাংলাদেশের রংপুর জেলার একটি প্রশাসনিক এলাকা। বদরগঞ্জ থানা রূপে আত্মপ্রকাশ করে ১৭৯৩ সালে এবং উপজেলা হিসেবে ১৯৮৩ সালে যাত্রা শুরু করে। বদরগঞ্জ উপজেলা রংপুর শহর থেকে পশ্চিমে, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পূর্বে অবস্থিত। এর দক্ষিণে মিঠাপুকুর উপজেলা এবং উত্তরে নীলফামারী জেলার জলঢাকা উপজেলা অবস্থিত। উত্তর অক্ষাংশে ২৫°৩২’ ও ২৫°৪৬’  এবং পূর্ব দ্রাঘিমাংশে  ৮৮°৫৬’ ও ৮৯°১০’ অবস্থিত। এর আয়তন ৩০১,২৯ বর্গ কি.মি.।

মিঠাপুকুর

মিঠাপুকুর উপজেলা বাংলাদেশের রংপুর জেলার একটি প্রশাসনিক এলাকা। মিঠাপুকুর থানা সৃষ্টি হয় ১৮৮৫ সালে। মিঠাপুকুর উপজেলা আয়তন ৫১৫.৬২ বর্গ কি.মি.। এর উত্তরে রংপুর সদর ও পীরগাছা উপজেলা, দক্ষিণে পীরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলা, পূর্বে পীরগাছা ও সুন্দরগঞ্জ উপজেলা এবং পশ্চিমে বদরগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলা। এখানকার প্রধান নদীঃ যমুনেশ্বরী নদী, ঘাঘট নদী, আখিরা নদী। মূল উপজেলা শহরটি ৫টি মৌজা নিয়ে গঠিত; যার আয়তন ৬.৩৬ বর্গ কি.মি.।

রংপুর সদর

রংপুর সদর বাংলাদেশের রংপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। রংপুর সদর উপজেলার আয়তন ৩৩০.৩৩ বর্গ কি.মি.। উত্তরে গংগাচড়া উপজেলা, দক্ষিণে মিঠাপুকুর উপজেলা, পূর্বে কাউনিয়া ও পীরগাছা উপজেলা, পশ্চিমে তারাগঞ্জ উপজেলা ও বদরগঞ্জ উপজেলা। উপজেলা শহর ঘাঘট নদীর তীরে অবস্থিত। ১৫টি ওয়ার্ড ও ১০৯ মহল্লা নিয়ে গঠিত। আয়তন ৪২.৫৭ বর্গ কি.মি.।

আরও পড়ুনঃ

Exit mobile version