রংপুরে ইউপি সদস্যসহ ৮ জনের যাবজ্জীবন

রংপুরে ইউপি সদস্যসহ যাবজ্জীবন ৮ জনের ,জেলার পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের কৃষক রাজা মিয়া হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।বুধবার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক তারিক হোসেন এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে- চতরা ও বড় আলমপুর ইউনিয়নের ইউপি সদস্য আনিসুর রহমান ও আবু সায়েম, আফসার আলী, সমশের আলী, আল আমিন, শাহ আলম, আব্দুল লতিফ ও বাদশা মিয়া।

 

 

রংপুরে ইউপি সদস্যসহ ৮ জনের যাবজ্জীবন

 

 

রংপুরে ইউপি সদস্যসহ ৮ জনের যাবজ্জীবন

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৬ মে বড় আলমপুর ইউনিয়নের বিন্নাগাড়ী বিলের জমির আইলের বাঁধ নির্মাণ নিয়ে পীরগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের কৃষক রাজা মিয়ার সঙ্গে আসামিদের বাগবিত-া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আসামিরা লাঠি, ছোরা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে রাজা মিয়ার ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বড় ভাই আনছার আলী বাদী হয়ে ২৯জন আসামির নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে আসামিদের

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বিরুদ্ধেআদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। বুধবার আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে ৮ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদ-ের আদেশ দেন বিচারক। অন্যদিকে ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) নয়নুর রহমান টফি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

রংপুরে ইউপি সদস্যসহ ৮ জনের যাবজ্জীবন

 

 

আরও দেখুনঃ

Leave a Comment