রংপুরের জয়ের ধারা অব্যাহত – বিপিএলে রংপুর রাইডার্স টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে। মঙ্গলবার সর্বশেষ জয়টি এসেছে ঢাকার বিপক্ষে। প্রতিপক্ষকে সাত উইকেটে হারিয়েছে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নরা।
বিপিএলে রংপুরের জয়ের ধারা অব্যাহত
জয়ের কাজটা অর্ধেক কাজটি করে রেখেছিলেন রংপুরের বোলাররা। প্রতিপক্ষকে মাত্র ১১১ রানে অলআউট করে। ১১২ রান তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি রংপুরের। বিপিএলে নিজের প্রথম দুই ম্যাচে ডাক মারা আজিজুল হাকিম তামিম আজ রান পেলেও তা ছিল পাঁচ।

দলীয় ১৭ রানে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ফিরলেও দুর্দান্ত ছন্দে থাকা অ্যালেক্স হেলসের ব্যাট ঠিকই হেসেছে। যদিও ছয় রানের জন্য ফিফটি পাননি সর্বশেষ ম্যাচের সেঞ্চুরিয়ান। ১৬২.৯৬ স্ট্রাইকরেটে চারটি চার ও তিনটি ছক্কায় ৪৪ রানে ফিরে যাওয়ার আগে জয়ের ভিত গড়ে দেন ইংল্যান্ডের সাবেক ওপেনার।

পরে ১৩ রানে সাইফ হাসান আউট হলেও জয়ের বাকি কাজটুকু সেরেছেন পাকিস্তানের দুই ব্যাটার খুশদিল শাহ ও ইফতিখার আহমেদ। ৪০ বল হাতে রেখে দলকে সাত উইকেটের জয় এনে দেন দু’জন। খুশদিলের ২৭ রানের বিপরীতে নয় রানে অপরাজিত থাকেন ইফতিখার। রংপুরের বিপক্ষে দুই ম্যাচ খেলে দুটিতেই হার দেখল মালিক শাকিব খানের দল।
আরও দেখুনঃ