Site icon রংপুর জিলাইভ | truth alone triumphs

রংপুরে বাংলাদেশ ভারত কবিতা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশ ভারত কবিতা উৎসব অনুষ্ঠিত ,নগরীর রংপুর পাবলিক লাইব্রেরি হল রুমে গতকাল রাতে বাংলাদেশ-ভারত কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।রংপুরের সাহিত্য ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘ফিরে দেখা’ এই উৎসবের আয়োজন করে।এতে বাংলাদেশের রংপুর, রাজশাহী ও বগুড়া জেলার কবিরা এবং ভারতের পশ্চিমবঙ্গের কবিরা ভার্চ্যুয়ালি  অংশগ্রহণ করেন।

 

 

রংপুরে বাংলাদেশ ভারত কবিতা উৎসব অনুষ্ঠিত

বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্য ব্যক্তিত্ব ও গবেষক অধ্যাপক ড. রেজাউল হক এবং লেখক ও সংগঠক মনোয়ারা বেগম যৌথভাবে উৎসবের উদ্বোধন করেন।
লেখক ও ‘ফিরে দেখা’র উপদেষ্টা রেজাউল করিম মুকুলের সভাপতিত্বে এতে সাহিত্য ব্যক্তিত্ব ড. শাহ সুলতান তালুকদার সমসাময়িক কবিতার নিয়ে একটি প্রবন্ধ পাঠ করেন।এসময় রাজশাহীর কবিকুঞ্জ সাহিত্য সংস্থার সাধারণ সম্পাদক কবি আরিফুল হক, বগুড়ার কবি ও লেখক শিবলী মোক্তাদির,

রাজশাহীর বরেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ আলমগীর মালেক, বগুড়া সরকারি আযিযুল হক কলেজের উপাধ্যক্ষ, কবি ও লেখক অধ্যাপক কাইয়ুম কাদের ও রংপুরের লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকুল বক্তৃতা করেন।কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য দেন ‘ফিরে দেখা’র সাধারণ সম্পাদক, কবি ও প্রকাশক শাকিল মাসুদ। এতে কবিতা পাঠ করেন কবি ও সাহিত্য কর্মি ফারহাদুজ্জামান ফারুক, নারায়ন চন্দ্র বার্মা, বাদল রহমান, আমজাদ

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

হোসেন সরকার, রাজ্জাক দুলাল, শৈবাল নূর, সাফওয়ান আমিন, সোহেল রানা, এএসএম হাবিবুর রহমান, ইসমত আরা, আতাউর মালেক, এরশাদ জামিল, কামরুন নাহার রেনু, তৈবুর রহমান বাবু, শিপুন আক্তার শিপু, দেলোয়ার হোসেন রংপুরি, নাজিরা পারভিন, রবিন জাকারিয়া, মাহমুদুল আলম, শারমিন আক্তার মনি, শান্তা রোমেনা, মইনুল ইসলাম, মাসুম মোরশেদ, রফিকুল ইসলাম চৌধুরী, তাপস মাহমুদ প্রমুখ।অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে ভারতের

পশ্চিমবঙ্গের কুচবিহারের কবি সুবির সরকার, আলিপুরদুয়ার থেকে আমব্রিশ ঘোষ এবং মাথাভাঙ্গা থেকে সৈকত সেন কবিতা পাঠ করেন।পরে, মুক্ত আলোচনায় কবি, লেখক, সামাজিক-সাংস্কৃতিক ও সাহিত্য ব্যক্তিত্ব মাহবুবা লেভিন, হোসেন রওশন, আফতাব হোসেন, ওমর ফারক এবং ড. মফিজুল ইসলাম মন্টু প্রমুখ অংশগ্রহণ করেন।উৎসব শেষ হয় রাত ১১ টায়।

 

 

আরও দেখুনঃ

Exit mobile version