পীরগঞ্জের রামনাথপুর ম্যুরাল ও মুজিব কর্নারের ভিত্তিপ্রস্তর স্থাপন ,রংপুরের পীরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মুজিব কর্নার স্থাপনে ভিত্তিপ্রস্তর করেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।উপজেলার রামনাথপুর -ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি গাছের চারা রোপণ করেন।

পীরগঞ্জের রামনাথপুর ইউপি চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল ও মুজিব কর্নারের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিভাগীয় কমিশনার বলেন, বঙ্গবন্ধু স্মৃতি স্থাপনের যে পরিকল্পনা তা অনেক আগে থেকেই সরকারের মধ্যে ছিলো, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ স্থানীয় সরকারের বরাদ্দে

সারাদেশে স্কুল, ইউনিয়ন পরিষদ, পৌরসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন এবং মুজিব কর্নার স্থাপন করা হচ্ছে।সাবিরুল ইসলাম বলেন, পীরগঞ্জের উন্নয়নে যে, পরিকল্পনা রয়েছে তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

আরোও পড়ুনঃ
২ thoughts on “পীরগঞ্জের রামনাথপুর ইউপি চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল ও মুজিব কর্নারের ভিত্তিপ্রস্তর স্থাপন”