রংপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আশিকুর রহমান নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
রংপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কলেজছাত্র নিহত
নিহত আশিকুর কাউনিয়া উপজেলার হরিশ্বর রেল কলোনির তফিল উদ্দিনের ছেলে। তিনি কাউনিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় নিজপাড়া গ্রামের আতিকুর রহমান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আশিকুরের মা আবেদা বেগম বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে পাঁচজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল বিকেলে কাউনিয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে হরিশ্বর ও নিজপাড়া গ্রামের ছেলেরা ফুটবল খেলার আয়োজন করেন। খেলায় আতিকুর ও আশিকুরের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় আতিকুর ও আশিকুরের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
এতে আশিকুর রহমানসহ ৫ কিশোর আহত হয়। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।তার মধ্যে গুরুতর আহত আশিকুর রহমানের অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে দশটার দিকে সে মারা যায়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্তাছের বিল্লাহ বলেন, অভিযান চালিয়ে নিজপাড়া গ্রামের আতিকুর রহমান নামে এক যুবককে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।আশিকুরের লাশের ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
আরও দেখুনঃ
2 thoughts on “রংপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কলেজছাত্র নিহত”